কক্সবাজারের জেলে পরিবারের নারীরা শিক্ষায় এগিয়ে স্টাডি প্রতিবেদন প্রকাশ

0
কক্সবাজারের জেলে পরিবারের নারীরা শিক্ষায় এগিয়ে স্টাডি প্রতিবেদন প্রকাশ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ সুইজ ব্যুরোর অর্থায়নে  বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডোশন আয়োজনে  কক্সবাজার সদরের খুরুশকুল ও পোকখালী ইউনিয়নের জেলে পরিবারের বিভিন্ন বিষয়ে জরিপ করা হয় যা স্টাডি প্রতিবেদন করার জন্য  অদ্য (১৩ নভেম্বর) কক্সবাজার সেন্টার কোস্ট ফাউন্ডেশনের হলরুমে সকাল ১১টায়  অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)বিভীষণ কান্তি দাশ ,স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম ও সহকারী পরিচালক  মো: জাহাঙ্গীর আলম।

কর্মশালায় সভাপতিত্ব  করেন  কক্সবাজার  জেলা মৎস্য  কর্মকর্তা  বদিউজ্জামান , বিশেষ  অতিথি হিসাবে ছিলেন  কক্সবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক  মমিনুল ইসলাম জেলা প্রাণী সম্পদ কর্ম,কর্তা ডা: শাহাবুদ্দিন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক  মো: মুজিবুল ইসলাম কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের সভাপতি  আজিজুল হক চৌধুরী,ও রমজান আলী সহ সাংবাদিক আন লাইন প্রেস ক্লাবের সভাপতি ইমাম খায়ের, ইউপি সদস্য পোকথালী মো: লুৎফর রহমান সহ জেলে পরিবারের নারী সদস্য, আড়ৎতার, শিক্ষক, ছাএ- ছাএী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি  সহ ৩০ জন নারী সদস্য অংশগ্রহন করেন ।

কমর্শালার উদ্দেশ্য এবং স্টাডি প্রতিবেদন মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন প্রকল্পের   প্রজেক্ট অফিসার  সোহেল মাহমুদ, সহযোগিতায় ছিলেন প্রকল্পের প্রশাসনিক অফিসার মো: ইব্রাহিম । ভোলা, কক্সবাজার এবং বাগেরহাট  জেলা ৯০০ শত জেলে পরিবারের আর্থ-সামাজিক অবস্থান, জীবন -মান  ইত্যাদি বিষয়ে সমক্ষধারণা পাওয়া এবং পরবতী কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে এ স্টাডি করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন  কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)বিভীষণ কান্তি দাশ উপস্থিত সকলকে  শুভেচ্ছা জানিয়ে বলেন, কোস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও পোকখালী ইউনিয়নের  জেলে পরিবার  নিয়ে একটি স্টাডি করেছে।

আবার উপজেলায়  বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা  আয়োজনের মাধ্যমে খসড়া  স্টাডি প্রতিবেদনটি উপস্থাপন  করেছে,আমরা যার যার মত করে মতামত দিতে পেরেছি। কোস্ট ফাউন্ডেশনের  প্রতিনিধিদেরকে অনুরোধ করছি  এই স্টাডিটি  ওয়েবসাইডে দিতে পারলে ভালো হবে। কারন আমরাও সময় সময় প্রয়োজনে দেখতে পারবো। যেহেতু বাংলাদেশ ডিজিটাল , সেহেতু সকল প্রতিষ্ঠানের কার্যক্রম ওয়েবসাইডে থাকা বাঞ্চনীয়।

প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদের সঞ্চালনায় কমর্শালায় জেলে পরিবারের শিক্ষা, স্বাস্থ্যসেবা,জীবন যাএারমান এর তথ্য   কমর্শালায় স্টাডি প্রতিবেদন  জানা যায় ভোলার জেলে পরিবারের নারীগন বিকল্প কর্ম সংস্থানে এগিয়ে রয়েছে। স্টাডি প্রতিবেদনে কক্সবাজার নারীগন ৭৮% শিক্ষায় সহ  ৪৩% নারীরা বিকল্প কর্মসংস্থান সৃস্টি,  করে তারা পুরুষের পাশিপাশি সংসারের দায়িত্ব নিয়ে নারী নেতৃত্ব তৈরী হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here