প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (০৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামে কৃষক আহাম্মদ আলীর সভাপতিত্বে কৃষকদের নিয়ে এক সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আহাম্মদ আলী এর সভাপতিত্বে ও মো. খায়রুল আলম বাচ্চু’র সঞ্চালনায় গ্রামসভায় বক্তব্য রাখেন, সমিতির উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি মজিবুর রহমান ফকির, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত, প্রচার সম্পাদক মো. খায়রুল আলম বাচ্চু। সভায় স্থানীয় কৃষক মো. তুহিন মিয়া, আহম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। কৃষকের ভীড়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম।
সভায় বক্তারা শষ্য বীমা চালু, ধানের দাম ১৫০০ টাকা ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনাসহ সহজ শর্তে কৃষি ঋণ প্রদানে সরকারি নির্দেশনার দাবি তোলেন। বক্তারা প্রণোদনাসহ সার, কীটনাশক এবং আগামী রবি শস্য ও বোরো আবাদে বীজের পর্যাপ্ত মজুদ নিয়ে গৌরীপুরের কৃষকদের পাশে দাঁড়াতে জোরালোভাবে আহবান জানানো হয়। গৌরীপুরে একটি কোল্ডস্টোরেজ/হিমাগার স্থাপনের জোর দাবি জানান।