প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব নির্ধারিত মহাসমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিতে গেলে সেখানেও চলে ধড়পাকড়। এমতাবস্থায় গ্রেফতার এড়াতে ঢামেকে চিকিৎসা নিতে আসা বিএনপির আহত নেতাকর্মীরা হাসপাতাল ছেড়ে অন্যত্র পালাচ্ছেন।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে চিকিৎসা নিতে গেলে সেখানে বিএনপি ও ছাত্রদলের ৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।তবে এখনও পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জনের মতো চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। আটককৃতরা হলেন, দিপু, রকিবুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।
এছাড়া আটক হওয়া অপর তিনজনের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন,কাকরাইল বিজয়নগরে সংঘর্ষে আহত হয়ে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের মধ্যে এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।