মতলব দক্ষিণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন : দিপু চৌধুরী

0
মতলব দক্ষিণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন : দিপু চৌধুরী

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা মন্ডপ’সহ উপজেলার বিভিন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। পূজার আনন্দ ভাগাভাগি করতেই পুজামন্ডপ ঘুরে ঘুরে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাজেদুল হোসেন চৌধুরী দিপু সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমানকাল ধরে এ দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে।

এ সার্বজনীনতাই প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠবাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত,সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেজন্য শেখ হাসিনার সরকার সকল প্রকার ব্যবস্থা নিয়েছেন, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখবেন।

এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার,মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আছমা আক্তার আখি, স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী,আহসানউল্লাহ হাসান,আবু বক্কর সিদ্দিক সবুজ, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী,উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী,মতলভ দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার ঘোষ,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভঅইস চেয়ারম্যান শওকত আরী বাদল, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামিম প্রধান,উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, এসএম নোমান দেওয়ানসহ মতলভ দক্ষিণ উপজেলার যোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা মন্ডপ কমিটির সভাপতি- সম্পাদকসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দিন মতলব দক্ষিণ উপজেলার শ্রী শ্রী কলাদি হরিসভার মন্দির, শ্রী শ্রী কলাদি মন্দিরের পূজা মন্ডপ, শ্রী শ্রী ঘোষপাড়া মন্দির পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here