প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে টানা অতিবৃষ্টিতে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, খেতের ফসল। ভেসে গেছে পুকুরের মাছ।
পৌর শহরের সরকারপাড়া সড়কে রাস্তার ওপরে মাছ ধরার উৎসব চলছে। বিদ্যুৎতের খুঁটি পড়ে গিয়ে সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সতিষা গ্রামের প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয় প্রকল্পের ১৪ পরিবার পানির জন্যে ঘর থেকে বের হতে পারছেন না।
এদিকে এ অবস্থা মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে কন্ট্রোল রুম খোলা হয়েছে।