প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানিজিয়ার মতবিনিময় ও জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে ০৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আন্জুম পপি।
উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি,সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,অগ্রদুত নিকেতন আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.নুরুল ইসলাম,নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি,আল ফারুক,জায়দুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন,মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রমুখ ।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আফরোজা আফসানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা সাব-রেজিষ্ট্রার হেলেনা পারভিন,পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিভাগীয় কমিশনার উপজেলা সহকারী কমিশনার ভুমির কায্যালয়,গৌরীপুর প্রেসক্লাব,স্থানীয় বঙ্গবুন্ধ চত্বরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।