প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা:দিনাজপুরের ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপরে নবনির্মিত ব্রীজের মাঝখানে ধস দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে ধসটি মেরমতের দাবি স্থানীয়দের।সরজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সাথে পশ্চিমাংশ সংযোগ ব্রীজটি গত কয়েকদিনের ভারি বর্ষনের বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্রীজের মাঝখানে নির্মিত রাস্তার দুই পাশে বøক দিয়ে বাঁধানো ছিলো। ব্রীজের দক্ষিন অংশের কিছু বøক সরে গিয়ে পানি প্রবাহিত হওয়ায় বড় ধরনের সুড়ং তৈরী হয়েছে। যেকোন সময় সাথে থাকা বøক গুলো সরে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে।পথচারি আজগার আলী বলেন, ব্রীজের মাঝখানে মাটি দিয়ে রাস্তা তৈরী করার কারনে এমন অবস্থা হয়েছে।রাস্তাটা যদি আরসিসি ঢালাই দিয়ে তেরী করতো তা হলে এমন হতো না।
এমন কথা বলেন মোরাসালিন,আল হেলালসহ অনেকে।ব্রীজ ধসের বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাঝখানের রাস্তাটির মাটি হয়তো ঠিকমতো বসে নাই, সেকারনে এমন হতে পারে। আমরা দেখবো কতদুর পর্যন্ত ভাঙ্গতে পারে ও মাটি বসতে পারে এরপর ব্যবস্থা নেওয়া হবে।