আল্লামা সাঈদীর স্বরণে কবিতা ‘হে প্রিয় রাহবার’

0
আল্লামা সাঈদীর স্বরণে কবিতা ‘হে প্রিয় রাহবার’

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহমুদ উর রহমান মুনিব: রাজশাহী হে প্রিয় রাহবার, তুমি ঘুমাওনি ঘুমিয়ে গেছে তাগুতের দল। তুমি জেগে আছো সকল মুমিনের অন্তরে, হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার, কেন ঘুমিয়ে ছিলাম যখন তুমি শিকল বন্দি জেগেছিলে, সাহায্য করিনি তোমাকে মুক্ত করতে, হায়নার দলেরা ঘিরে ছিল যখন তেরটি বছর, হে প্রিয় বাহবার।

হে প্রিয় রাহবার, নিজেকে বড় অপরাধী লাগে, বুকের তাজা রক্ত গুলো বোঝা মনে হয়, তোমার সপ্ন গুলো, একদিন সত্যি সত্যিই হবে। হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার, জান্নাতুল ফেরদৌসের ফেরেস্তারা আজ বড়ই ব্যস্ত, আসমানের ফেরেস্তারা, জামিনের মুমিনেরা কান্দে গো, তোমার লাগি। হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার, হায়নার দলেরা, তোমার জানাযার নামায বাইতুল মোকাররমে দেইনি হতে! কিন্তু, হয়েছে নামাজ বাইতুল হারামে, তারকিএ ইউরোপ আমেরিকা আফ্রিকা ভারতে! হে প্রিয় রাহবার।

হে প্রিয় রাহবার, তোমাকে চিনেনি বাংলার মুনাফেকরা, চিনেছে বিশ্বের মুমিন মুসলমানেরা। তাই তো জড়ো হয়েছে দোয়ার মাহফিলে, তোমার লাগি। হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার,এজিদ এর বাহিনী ইমাম হুসাইনএর তাযা রক্ত নিবে, ক্ষমতা পক্ত করতে, কিন্তু ধংস হয়েছে এজিদের ক্ষমতা, ইমামের ই রক্তে, হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার,সে দিন আর বেশি দুরে নেই,কালিমার পতাকা উড়বে তোমার এই বাংলার আকাশে, প্রতিষ্ঠিত হবে কোরানের আইন নামাজ পড়বে সবে, হে প্রিয় রাহবার।

হে প্রিয় রাহবার, বাংলার মুসলিমেরা জাগেনি এখনো,জেগেছে সবে মাত্র তোমার সাহাদাতেরখবরে। তোমার শপ্ন পুরন হবেই হবে, হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার,দোয়া করি জান্নাতুল ফেরদৌসসের উচ্চ মাকাম তোমারই জন্ন্যে, হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার,শাহাদাত এর তামান্না ছিল তোমার হৃদয়ে। তাই তো সাইয়েদুস সুহাদা ইমাম হুসাইন অপেক্ষা করছে,দেখা করবে তোমার সাথে।

হে প্রিয় রাহবাহবার। হে প্রিয় রাহবার, আজ বড় একা একা লাগে, হবেনা দেখা আর, কোরআনের মাহফিলে তোমার সাথে। হে প্রিয় রাহবার। হে প্রিয় রাহবার, আল্লাহু আকবর তাকবিরের ধ্বনি প্রকম্পিত হচ্ছে সারা বিশ্বে। তাই তো তোমার প্রস্থানে ভূ-কম্পনে প্রকম্পিত হলো তাগুতের মসনদে। হে প্রিয় বাহবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here