প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতা মারা গেছেন। নিহত আবুল বাশার (৩৬) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন।সোমবার (২১ আগস্ট) আবুল বাশারকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।এই তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর থেকে তিনি কেরনীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
পরিবারের তরফ থেকে জানানো হয়, আবুল বাশারের কোনো রোগ ছিল না। তারা তার মৃত্যুর কারণ তদন্তের দাবি করেন। আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। রাজনীতির পাশাপাশি পেশায় চা–বিক্রেতা ছিলেন বাশার।