প্রেসনিউজ২৪ডটকম: মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীর পণ্যের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কাঁচা বাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে।
আজ ১২ আগষ্ট শনিবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন।জানা যায়, গৌরীপুর মধ্যবাজার এলাকায় এ অভিযানে জয় মিষ্টান্ন ভাণ্ডার ও সোহাগ মুদির দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দোকানে মূল্য তালিকা না থাকায় তাদের এ জরিমানা করা হয়।
এছাড়াও এ সময় বিভিন্ন দোকানে পণ্য ক্রয়ের চালান রশিদ যাচাই করা হয়েছে। ইউএনও বলেন- প্রায়ই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখেন, এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিত্যপণ্যের দাম যেন না বাড়ানো হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।