প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃমাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর প্রদান কাযর্ক্রম বিটিভি এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ।
উপজেলার হলরুমে এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নিবার্হী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, এসিলেন্ট আফরোজা আফসানা , গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল হাসান , গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান মোঃ শাহজাদা সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় বিটিভি টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয় । এ নিয়ে গৃহ ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১টি। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশের ১২৩টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন সরকার প্রধান।