প্রেসনিউজ২৪ডটকমঃ কক্সবাজারের চকরিয়া, উখিয়া ও বান্দরবানের আলীকদমে পৃথক পাহাড় ধসের ঘটনায় মা-মেয়েসহ ৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে সোমবার (৭ আগস্ট) পৃথক সময়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে।
এদিন দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় থেকে মাটি কাটার সময় ভূমিধসে ২ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।উখিয়ায় নিহতরা হলেন- উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। তাৎক্ষণিকভাবে বাকি দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। রোহিঙ্গা দুই শ্রমিক হলেন- ছবি রহমান ও মোহাম্মদ মুসা। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বরইতলী ইউনিয়নের পূর্ব ভিলিজার পাড়ায় পাহাড়ধসে ঘরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া মাতামুহুরী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে শাহ আলম (২৮) নামের এক পান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়ার মৃত জাকের হোছাইনের ছেলে।