প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃমাহফুজুররহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পেঁচাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অদ্য সোমবার ২৪জুলাই ২০২৩ ইং নববধূ নিয়ে নামে মো. বদরুজ্জামান বিদ্যা।
তিনি এ ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন ভুট্টুর পুত্র। হেলিকপ্টার ও নববধূকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে । স্থানীয় স্বেচ্ছাসেবী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। বরের বাবা মো. ইসলাম উদ্দিন ভুট্টু জানান, নিজের বিয়েতে ইচ্ছে ছিলো হেলিকপ্টারে বউ আনবেন। সেই ইচ্ছে পূরণ হয়নি। তাই নিজের পুত্রকে দিয়ে পুত্রবধূ হেলিকপ্টারে এনে নিজের লালিত স্বপ্নপূরণ করেছেন তিনি।
বরের মা কোহিনুর আক্তার জানান, আমার ছেলে বিমানে বউ আনছে. এটা দেখে আমার খুব ভালো লেগেছে। বর মো. বদরুজ্জামান বিদ্যা জানান, বাবার ইচ্ছে ছিলো বধূ আনবে হেলিকপ্টারে! বাবা সেই ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টারে বউ নিয়ে এসেছি। নববধূ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলি গ্রামের মো. হেলাল উদ্দিন কন্যা শারমিন জান্নাত নিহা জানান, বাবার (শশুড়) খুব আবদার ছিলো।
তাই এভাবে এসেছি। আমরাও ভালো লাগছে। সবার নিকট দোয়া চাই। এদিকে হেলিকপ্টার দেখার জন্য সব বয়সের মানুষ সকাল থেকে পেচাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিড় জমায়। ৮০ ছুইছুই করছে তাজুল ইসলামের তিনি জানান, মরণের তো ডাক আসছে, শেষ বয়সে চোখের সামনে হেলিকপ্টারটা নামলো, উঠলো। খুব ভালো লেগেছে।
৩য় শ্রেণির শিক্ষার্থী আফরোজা আক্তার জানায়, জীবনে প্রথম কাছ থেকে হেলিকপ্টার দেখেছি। খুব মজা পেয়েছি। ছাত্রলীগ নেতা তাপস আচার্য্য জানায়, বর আমার বন্ধু। বন্ধু হেলিকপ্টার দিয়া বউ আনছে। পুরো গ্রামজুড়ে উৎসব শুরু হয়েছে।