প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামে পাল অটোরাইস মিলে শনিবার(২২ জুলাই) সকালে গৌরীপুর ফায়াস সার্ভিস স্টেশনের উদ্যোগে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত।
জানা যায়, গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ শাহজাদার নেতৃত্বে রাইস মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে আগুন সম্পর্কে সচেতনতা, নিয়ন্ত্রণ, পরিস্থিতি মোকাবিলা ও মনোবল বৃদ্ধির করনীয় সম্পর্কে অবহিত করা হয়।
ইনচার্জ মোঃ শাহজাদা বলেন- আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও শ্রমিকদের অনবিজ্ঞতার কারণে প্রতিবছর মিল কলকারখানায় কোটি কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে যায়। তাই তাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।