প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান অগ্নিকাণ্ডে বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা সহ ২২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, শনিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে ২টি বসতঘর, ১ টি বেকারির দোকান, ১টি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি।