একটি নান্দনিক ও আধুনিক ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে নৌকায় ভোট দিন : দিপু চৌধুরী

0
একটি নান্দনিক ও আধুনিক ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে নৌকায় ভোট দিন : দিপু চৌধুরী

প্রেসনিউজ২৪ডটকমঃ  খান মোহাম্মদ কামাল ঃ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য, সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু । নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকা। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থী বিজয় সুনিশ্চিত করতে হবে।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন,নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয় করলে তার রাজনৈতিক অভিজ্ঞতা, শ্রম ও মেধা দিয়ে আমার বাবা আধুনিক মতলবের রুপকার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হাতে প্রতিষ্ঠিত এই পৌরসভাকে একটি নান্দনিক ও আধুনিক পৌরশহর হিসেবে গড়ে তোলা হবে।  গতকাল বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ছেংগারচর পৌরবাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজনমুক্তিযোদ্ধার সন্তান। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে নৌকা দিয়েছেন। আমাদের দায়িত্ব হল নৌকা প্রতীককে বিজয়ী করা। নৌকার প্রার্থী বিজয়ী হলে ছেংগারচর পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। তাই সকলেই একটি করে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রমহান ঢালী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিািটর সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ আহসান, মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,

উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর সরকারি\ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম নোমান দেওয়ান, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর ভুইয়া, মোঃ মোসলেম দেওয়ান, পৌর আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী খোকন প্রধান, উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি জনি সরকার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মঞ্জুর,জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাদল ঢালী,

উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন সরকার,দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ জামিল, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোঃ ইয়াছিন খান, যুবলীগ নেতা কামাল, সোহেল ঢালী, পৌর মৎস্যজীবীলীগের সহ-সভাপতি কাউছার আলম, সোহেল রানা,ছাত্রলীগ নেতা আরমান কাজী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here