ইরানে নারী সাংবাদিককে ৫ বছরের কারাদণ্ড

0
ইরানে নারী সাংবাদিককে ৫ বছরের কারাদণ্ড

প্রেসনিউজ২৪ডটকমঃ আন্তর্জাতিক ডেস্ক নিউজ: ইরানের মানবাধিকার কর্মী ও সাংবাদিক গোলরোখ ইরাইকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘অবৈধ’ সমাবেশে অংশগ্রহণ এবং জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয় তাকে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।গত বছর ইরানে পুলিশ হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইরান।কর্তৃপক্ষের অভিযোগ, ওই আন্দোলন-সহিংসতায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম গোলরোখ।গত সেপ্টেম্বরে ইরাইকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসাকে আটক করেছিল।

পুলিশ হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। ইরাইয়ের নামে থাকা একটি টুইটার অ্যাকাউন্টে বলা হয় (এই টুইটার অ্যাকাউন্টটি তার সমর্থকেরা চালান), গোলরোখ ইরাই, যিনি ২৮০ দিন ধরে এভিন কারাগারে আছেন, তাকে তেহরান আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দীর্ঘদিন ধরেই ইরানের শরিয়াহ আইন এবং বিভিন্ন ধর্মী রীতির সমালোচনা ও বিরোধিতা করে আসছেন মানবাধিকার কর্মী গোলরোখ। এর আগেও কয়েক দফা তাকে সতর্ক করে ইরানের পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here