উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকায় ভোট দিন: মায়া চৌধুরী

0
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকায় ভোট দিন: মায়া চৌধুরী

প্রেসনিউজ২৪ডটকমঃ  খান মোহাম্মদ কামাল ঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ওরা ধ্বংসকারী আমরা সৃষ্টিকারী। তাই সারাদেশের ন্যায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্লাহ সরকারকে নৌকা প্রতীকে ভোট দিবেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরআওয়ামীলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা ভোট দিলে দেশের উন্নয়ন হয়।  মতলব উত্তর উপজেলার তথা ছেংগারচর পৌরসভার বিভিন্ন উন্নয়নের বদলে আগামী ১৭ জুলাই আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আরিফ উল্লাহ সরকারকে নৌকায় ভোট উপহার দেওয়ার অনুরোধ জানাই।

মায়া চৌধুরী বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন এমন এক ব্যক্তি যিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সন্ত্রাসী কার্যকলাপ করেছেন। দ্যা,ছেনা অস্ত্র দিয়ে মহুরা দিয়ে ১৫ আগস্টে তাবারুক গরীব ,দুস্থ ও অসহায়দের খেতে দেয়নি। সে ব্যক্তি এখন নর্বাচনে দাড়িয়েছে। এখন সময় এসেছে তাকে বর্জন করার। তাকে ভোটের মাধ্যমে উচিত জবাব দেওয়ার। পৌরবাসী আজকে একমত হয়েছে তারা নৌকায় ভোট দেওয়ার। আজকে নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আগামী ১৭ জুলাই নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম চৌধুরী বলেন, জনগণ উন্নয়ন চায়, বেঁচে থাকার গ্যারান্টি চায়, স্বাভাবিক ভাবে জীবনযাপনের নিশ্চয়তা চায়, তাই আজ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, রাজনীতির নামে আগুন সন্ত্রাস সৃষ্টির হোতাদের রাজনৈতিভাবেই পরাজিত করে নির্বাসনে পাঠানো হবে। তাই সকল মতভেদ ভুলে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন।

ছেংগারচর পৌরসভা আমি প্রতিষ্ঠা করেছিলাম এই পৌরবাসীর জীবযাত্রার মানোন্নয়নের জন্য। আজকে এটি প্রথম শ্রেণির পৌরসভা। পৌরসভা হয়েছে বিধায় এতো উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন সৃষ্টি করেছে। তাই নৌকায় ভোট দাবি, আমাদের যৌক্তিক দাবি। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আরিফ উল্লাহ সরকারকে জয়যুক্ত করুন। মায়া চৌধুরী তিনি আরও বলেন, আর কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধানের বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবে। বিশ্বে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এর ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই। আমরা খালি মাঠে গোল দিতে চাইনা। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক,জনপ্রিয়তা যাচাই করুক। নির্বাচনে না এসে আগুন সন্ত্রাস করবেন,পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করবেন, এটা হতে দেওয়া হবেনা।

ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন কোনো দিন পূরুন হবেনা। ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী প্রমূখ।

এসময় ছেংগারচর পৌরসভার সকল কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিথ মহিলা কাউন্সিলর প্রার্থী এবং পৌর আ’লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এদিকে পথসভা শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্লাহ সরকারের নেতৃত্বে আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল বের হয়।

মিছিলটি ছেংগারচর পৌর আওয়ামীলীগ দলীয় কার্যারয় প্রাঙ্গণ হইতে শুরু হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here