সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

0
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, “সুইডেন নিজেদেরকে সভ্য, উন্নত, কল্যাণরাষ্ট্র মনে করে। কিন্তু তাদের আচরণে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি না।

ধর্মনিরেপক্ষতা কখনোই কোন ধর্মকে আঘাত করা সমর্থন করে না। সকল ধর্মকে মর্যাদার আসনে স্থান দেয়াই সভ্য জাতির বৈশিষ্ট্য।তিনি বলেন,সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হীন আচরণে সমগ্র মুসলিম জাতিকে কষ্ট দিচ্ছে। এটি উগ্রবাদ ও জঙ্গিবাদ।

দুঃখজনক হলো, সুইডেন সরকার উগ্রবাদীদের দমন না করে তাদেরকে কুরআন অবমাননায় সহযোগিতা ও উৎসাহিত করছে। যারা নিজেদেরকে সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে বলে আসছে, আজ তারাই জঙ্গিবাদকে উৎসাহিত করছে।

আমরা অবিলম্বে এ ধৃষ্টতা থেকে সরে আসার জন্য দৃঢ়ভাবে আহবান জানাচ্ছি। অন্যথায় এ উগ্রবাদ আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করবে। সমগ্র বিশ্বে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছড়িয়ে দেবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here