প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে ভূমি অফিসের সামনে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে নির্মানাধীণ দ্বিতলা ভবনে সিলগালা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে মালিক পক্ষকে ভবন ভেঙ্গে নেয়ার জন্য ২০ দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করে ভবনটি সিলগালা করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সিফাত আনোয়ার তুম্পা। জানা গেছে, উপজেলা ভূমি অফিসের সামনে সদর রোডস্থ ওয়াপদা বেরিবাধের বাইরে নদী পথে ট্রলার থেকে বিভিন্ন মালামাল নিয়ে রাস্তায় ওঠার পথ দখল করে সামনে আড়াল দিয়ে দোতলা ভবন নির্মান করেছেন ভাই ভাই আবাসিক হোটেলের মালিক মোঃ নাজিম উদ্দিন।
এ বিষয় নির্মানাধীন ভবনের মালিক মোঃ নাজিম উদ্দিন বলেন, সদর রোডস্থ ভূমি অফিসের সামনে আমার ক্রয়কৃত দোকানের পিছনে যে ভবন করেছি সে জমির বার্ষিক বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করেছি। আবেদনের সে কপি বরগুনা জেলা অফিসে জমা আছে। সেখানে অতিরিক্ত টাকা চাওয়ার কারনে ডিসিআর আনা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) সিফাত আনোয়ার তুম্পা বলেন, নদী পথে ট্রলার থেকে বিভিন্ন মালামাল নিয়ে রাস্তায় ওঠার পথ দখল করে সামনে আড়াল দিয়ে দোতলা ভবন নির্মান করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নির্মানাধীন ভবনটিকে সিলগালা করা হয়েছে। ভবনের মালিক ২০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে নেয়ার মুচলেকা দিয়েছেন।