প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার ১৪জুন ‘রক্তদিন-জীবন বাঁচান’ এই স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে গৌরীপুর পৌর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপিং, রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে রক্তের চাহিদা পূরণ করছে এ সংগঠন। একজন মুমূর্ষ রোগীর স্বজনরা যখন রক্তের জন্যে হন্যে ছুটে তখন তাদেরকে সহযোগিতার হাত বাড়ান এই স্বেচ্ছাসেবকরা। আমি তাদের কাযর্ক্রমে অভিভূত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী সুলতানা, শংকরী রাণী দেবনাথ, নুরুল হক, নাজমা বেগম, সাবিরা আকতার, দিতি বানু, মিনান নাহার, সারোয়ার জাহান পলাশ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, পাঁপড়ি রক্তদান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তাসাদ্দুল করিম, সরকারি কলেজ স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার রিনি, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহাম্মদ নাজিম, স্বজন শামীম আনোয়ার, সায়েফ আহাম্মদ, তপু রায়হান, সজীব খান, মোস্তাকিম মিয়া, আমিনুল ইসলাম আকন্দ, রাকিবুল হাসান রাব্বি, মো. কায়েস, মাসূমা আক্তার ফারজানা, নাজমুন নাহার নিল, মাহাজাবিন আক্তার মিলি, জাহাঙ্গীর আলম জয়, রাজন চক্রবর্তী, শিমুল মিয়া, সালমান রহমান, সুহান মিয়া, আবুবক্কর সিদ্দিক, সানুয়ার হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের ৩শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শহরে ২৫৬জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও শহরের মধ্যবাজার, কালিপুর মধ্যম তরফ ও কালিখলা প্রাঙ্গণে রক্তদানে উদ্বুদ্ধকরণ পথসভা অনুষ্ঠিত হয়।