প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নিজ শস্য ক্ষেতে বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যনিদ্রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার আবুল কাসেম হাওলাদারের প্রথম ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রখর তাপদাহের কারনে নিজ সবজি বাগানে বৈদ্যুতিক মটার দিয়ে পানি দিতে যায়। বিদ্যুৎ না থাকা অবস্থায় মটারের ছেড়া তার জোড়া দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, মধ্যনিদ্রা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।