প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে পরবর্তী প্রজন্মের শিক্ষাথীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্বকালীন বীরত্বগাঁথা শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার ( ৪ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে শিক্ষাথীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্বকালীন বীরত্বগাঁথা শুনানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পরিচালক ( প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ শাহ আলম সরদার বীর মুক্তিযোদ্ধা গন তাদের বীরত্বগাঁথার বক্তব্যে বলেন , যুদ্ধের সময় তাদের নানান ধরনের অভিজ্ঞতা এবং তারা কিভাবে যুদ্ধ করেছিলেন সে-সকল বিষয় তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরন।
তারা যুদ্ধের সময় কিভাবে ট্রেনিং করেছিলেন তাদের কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়েছিলো, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চ এর ভাষনে তারা উৎফুল্ল হয়ে নিজেদের জিবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য ঝাপিয়ে পরেছিলেন এবং তারা এই দেশেকে স্বাধীন বাংলাদেশ করেছিলেন। পরবর্তীতে তাদের বক্তব্যের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের কাছে যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে এবং বীর মুক্তিযোদ্ধা গণ তাদের সকল প্রশ্নের উত্তর ও তাদের যুদ্ধ কালীন অনুভূতি প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, নারায়ণগঞ্জ সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড নুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার(শিক্ষা শাখা জেলা ই-সেবা কেন্দ্র) ইলোরা ইয়াসমিন, সহকারী কমিশনার (নেজারত শাখা, পর্যটন সেল, ট্রেজারী শাখা, রেকর্ড রুম শাখা ) মোঃ রবিন মিয়া, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা সহ প্রমুখ।