গৌরীপুরে বোরো সংগ্রহ সফল করতে মিল মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

0
গৌরীপুরে বোরো সংগ্রহ সফল করতে মিল মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান- চাল সংগ্রহ অভিযান সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গৌরীপুর পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন জুয়েল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ। সভায় অংশ নেন অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির গৌরীপুর উপজেলা শাখার সমিতির কোষাধ্যক্ষ শ্যামল বসাক, দপ্তর সম্পাদক সুশান্ত সাহা, মাহবুবুল আলম, নীল কমল বসাক, নূর ইসলাম, বিপ্লব চন্দ্র পাল, শামীম খান, সালাউদ্দিন মোহাম্মদ উজ্জল, শামছুল হক, তুষার সরকার, নিতাই সরকার, কিরণ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সরকারের অভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় উপজেলায় ১ হাজার ৬শত ৬৩ মেট্রিক টন ধান ও ১৭ হাজার ৭শত ২৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা ও চাল প্রতি কেজি ৪৪ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here