যুক্তরাষ্ট্রের ল্যানপ্যাক সম্মেলন শেষে দেশে ফিরেছেন : সেনাপ্রধান

0
যুক্তরাষ্ট্রের ল্যানপ্যাক সম্মেলন শেষে দেশে ফিরেছেন

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ল্যানপ্যাক সম্মেলন শেষে দেশে ফিরেছেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে গত ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠিত দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্সে অংশ নেন।

রোবাবর (২১ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ খবর জানানো হয়।ওই সম্মেলনে ৩০ দেশের সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ মহাকাশ হুমকি মোকাবিলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেনারেল শফিউদ্দিন আহমেদ ওই কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাক্ষাৎকালে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্কোন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here