ব্যাবসায়ীদের পৌষ মাস, ক্রেতাদের সবর্নাশ

0
ব্যাবসায়ীদের পৌষ মাস, ক্রেতাদের সবর্নাশ

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ খাদ্য আমদানি ও উৎপাদন ব্যবস্থার সঙ্গে খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার ফারাক সত্যিই বিবেচনার বাইরে। রমজানের আগে ভোজ্যতেল, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভোক্তা শ্রেণির নাভিশ্বাস হওয়ার উপক্রম হয়েছিল, যা বহুদিনের চেনা এক বিসদৃশ চিত্র।

পেঁয়াজের চরম আকালে বিভিন্ন পতিত ভূমিতে নতুন করে পেঁয়াজ উৎপাদন পরিস্থিতিকে সহনীয় করে তোলার এক অনন্য কর্মযোগ। ফলে, এতদিন বহাল তবিয়তে সাধারণের ধরাছোঁয়ার নাগালেই ছিল এই নিত্যপণ্যটির দাম, যা রমজান মাসেও বর্ধিত আকারে রূপ নেয়নি। কিন্তু সামনে ঈদুল আজহা বলে কথা। শুধু কি পেঁয়াজ? আরও আছে মাংস রান্নার নানা প্রয়োজনীয় উপকরণ। রসুন, আদা ছাড়াও হরেক রকম মসলার ওপর এখন ব্যবসায়ী মহলের নজর পড়েছে।

এমন সব বিপন্ন পালাক্রমে উৎপাদন পদ্ধতি ও বণ্টনের নেতিবাচক প্রতিক্রিয়ায় কিছু মানুষের হাতে নিত্য ভোগ্যপণ্যের মূল্যের দাম নির্ধারণ ক্ষমতা কুক্ষিগত হওয়াও ঐতিহাসিক দুরবস্থা। আর সিংহভাগ মানুষ তাদের শ্রম আর জীবন ছাড়া সবই যেন হারাতে বসেছে । পবিত্র ঈদুল আজহার আগেই নিত্যদ্রব্যের মূল্য আবারও লাগামহীন হওয়ার দৃশ্য সত্যিই অসহনীয়। ইতোমধ্যে দৈনন্দিন জীবনযাত্রায় ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দেখা দিয়েছে এক প্রকার অস্বস্তি। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নতুন কিছু নয়।

কারণে অকারণে প্রতিদিনের খাদ্যপণ্যে ব্যবসায়ী সিন্ডিকেটের শ্যেন দৃষ্টিতে জনগণ নির্মম পরিস্থিতির শিকার। অথচ এই শ্রেণি গোষ্ঠী কোনো ফাঁকফোকরে কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে যায় তা আমাদের মতো অতি সাধারণ মানুষের ধারণায়ও আসে না। তবে একথা বলাই সঙ্গত খাদ্য আমদানি ও উৎপাদন ব্যবস্থার সঙ্গে খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার ফারাক সত্যিই বিবেচনার বাইরে। রমজানের আগে ভোজ্যতেল, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভোক্তা শ্রেণির নাভিশ্বাস হওয়ার উপক্রম হয়েছিল, যা বহুদিনের চেনা এক বিসদৃশ চিত্র।

পেঁয়াজের চরম আকালে বিভিন্ন পতিত ভূমিতে নতুন করে পেঁয়াজ উৎপাদন পরিস্থিতিকে সহনীয় করে তোলার এক অনন্য কর্মযোগ। ফলে, এতদিন পযর্ন্ত বহাল তবিয়তে সাধারণের ধরাছোঁয়ার নাগালেই ছিল এই নিত্যপণ্যটির দাম, যা রমজান মাসেও বর্ধিত আকারে রূপ নেয়নি। কিন্তু সামনে ঈদুল আজহা বলে কথা। শুধু কি পেঁয়াজ? আরও আছে মাংস রান্নার নানা প্রয়োজনীয় উপকরণ। রসুন, আদা ছাড়াও হরেক রকম মসলার ওপর এখন ব্যবসায়ী মহলের নজর পড়েছে।

আবার, উৎসব ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে নিত্য ব্যবহারযোগ্য পণ্যের মূল্য যে মাত্রায় নিয়ন্ত্রণহীন করে তোলে সেটাও অনাকাক্সিক্ষত এক দুর্ভোগ ছাড়া অন্য কিছু নয়। জনগণের নাভিশ্বাস হওয়ার উপক্রমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তেমন কিছুই আসে যায় না। যেন মুনাফা লাভের মাত্রাতিরিক্ত আসক্তি তাদের আচ্ছন্ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here