গৌরীপুরে জঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য !

0
গৌরীপুরে জঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য !

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)সংবাদদাতাঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি খলতবাড়ি গ্রামে দুইটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছে ভুয়া বিএসটিআই-এর মনোগ্রাম ও নম্বর।

ব্যবহৃত নম্বরটি হচ্ছে- বি.ডি.এস-৩৮৩। সরেজমিনে দেখা যায়, জঙ্গলের ভেতর লোকচক্ষুর অন্তরালে নির্মাণ করা হয়েছে একটি টিনশেড ঘর। সেখানে উৎপাদন হয় রাইশা ফুড প্রোডাক্টের পণ্য। ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে পণ্য নির্মাণের নানা উপকরণ। খোলা ড্রামে রাখা হয়েছে পামওয়েল, পোড়া তেল, আটা, ডালডাসহ নানা তৈজসপত্র। একটি লম্বা টেবিলের উপর সদ্য নির্মিত শিশুখাদ্য কেক, বিস্কিট, পাউরুটি, টোস্টসহ অন্যান্য খাদ্য সামগ্রী। এর পাশেই মেঝেতে শুয়ে আছেন শ্রমিকেরা।

একই এলাকার হ্যাপী টাইম বেকারি কর্তৃপক্ষ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কারখানা তালাবদ্ধ করে পালিয়ে যান। রাইসা ফুড প্রোডাক্টের মালিক রফিক জানান- তিনি ঢাকায় একটি বেকারিতে দীর্ঘদিন প্রোডাকশন ম্যানেজার ও মার্কেটিংয়ের কাজ করেছেন। ক্যামিস্ট হিসেবে তাঁর সুনাম রয়েছে। কারখানায় তিনি নিজেই কারিগর ও ক্যামিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করেছেন। এসময় এসব কাগজপত্র দেখতে চাইলে, তা দেখাতে পারেননি।

তিনি আরও জানান- তাঁর পণ্য ময়মনসিংহ জেলার গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও পার্শ্ববর্তী জেলা নেত্রকোণার কেন্দুয়া, মদন, আটপাড়া, বারহাট্রা, মোহনগঞ্জ উপজেলার বাজারগুলোতে সরবরাহ করা হয়। এব্যাপারে গৌরীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন- বিষয়টি আমার জানা ছিলো না। অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মনোগ্রাম ও নম্বর ব্যবহারের সুযোগ নেই। এসব বেকারির বিরুদ্ধে মোবাইল কোর্টে পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here