প্রেসনিউজ২৪ডটকমঃ ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে সুমন কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
আদালত সূত্রে জানা যায়,১মে সোমবার সকালে বোয়ালমারী পৌরসভাধীন কাঁচাবাজার সংলগ্ন আব্বাস ও সুমনের মাংসের দোকানে অসুস্থ গরুর মাংস বিক্রি করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলা মূলক কাজ করার দায়ে মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন সকল মাংস বিক্রেতাদের ডেকে নিয়ে তাদের উদ্যেশে বলেন, রোগে আক্রান্ত গরু যদি আবারও কোন মাংস বিক্রেতার দ্বারা বিক্রির অভিযোগ পেয়ে থাকি তাহলে এর চেয়ে আরও বড় ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।