“আজ ঈদ”

0
“আজ ঈদ”

প্রেসনিউজ২৪ডটকমঃ  মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)সংবাদদাতা: ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ,তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ,দে জাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ’—কাজী নজরুল ইসলামের অমর এই গানের সুরের সঙ্গে দ্যোতনা ছড়িয়ে আবারও এলো আনন্দের দিন, ঈদের দিন।

এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদুল ফিতর উদযাপন করবে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান। এ জন্য দেশব্যাপী ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মীরা পেয়েছেন উৎসব ভাতা।

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইসলাম ধর্মীয় পরিভাষায় এর অর্থ হলো পুরস্কারের দিবস। দীর্ঘ এক মাস রমজানে সংযমের পর মুসলমানরা এ দিনে আনন্দ করেন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষ হলেই শুরু হয় শাওয়াল। উৎসব হিসেবে ঈদুল ফিতর পালন করা হয় এ মাসের প্রথম দিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here