ছেংগারচর পৌরসভায় রমজান উপলক্ষে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি বিতরণ

0
ছেংগারচর পৌরসভায় রমজান উপলক্ষে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ  খান মোহাম্মদ কামাল ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশেন ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে ছেংগারচর সরকারি মডেলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪,৫,৬ নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১১শ’ ১১ জনকে এবং পৌরসভার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৮নং ও ৯নং ওয়ার্ডে ১৩শ’৩৬ জন ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম বিতরণ করা হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, কিনতে পারবেন। টিসিবির ডিলার শাহিন মিয়া জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বতীয় দফায় আমাদের শাহরিয়ার এন্টারপ্রাইজ টিসিবি’র আওতায় ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৩শ’৩৬জনকে ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মুল্য ৪২০ টাকার একটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে প্রদান করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার ছেংগারচর পৌরসভার ৪,৫,৬ ওয়ার্ডে ১১শ’১১ জনকে ও ৭,৮,৯ নং ওয়ার্ডে ১৩শ’৩৬জন ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মুল্য ৪২০ টাকার একটি প্যাকেজে ২ লিটার সয়াবিন, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here