প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে কতিপয় স্বার্থন্বেষী মহল সাংবাদিকের নামে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় দৈনিক নুর পত্রিকার উপজেলা প্রতিনিধি মজিবর রহমান জোমাদ্দার।
শুক্রবার তালতলী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বড় ভাই বাবুল জোমাদ্দার বিভিন্ন সমস্যায় পরে তার স্থাবর সম্পত্তি বিক্রি করে ফেলে। এর কিছু অংশ আমিও রাখি। পরে তিনি গত ২০১৬ সালে মারা যান। ভাবি তার সন্তানদের নিয়ে পিত্রালয় থাকেন। স্থানীয় কিছু কুচক্রী মহলের প্ররোচনায় বৃহস্পতিবার আমার ভাতিজী মিতুল আকতার বরগুনার কয়েকজন সাংবাদিকদের নিয়ে আমার বাড়িতে আসেন। তখন ঐ সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভুল তথ্য দেয়।
বিকেলেই তারা আমার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুল তথ্য ভাইরাল করে আমার সম্মান ক্ষুন্ন করে। অন্যদিকে ঐ কুচক্রী মহলের হোতা আমাকে হত্যা করলে একটি ওমরা হজ্বের সওয়াব পাওয়া যাবে বলে হুমকি দেন। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এসকল ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহলের কাছে বিচার দাবী করছি।