প্রেসনিউজ২৪ডটকমঃ নিউজ ডেস্ক: দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। মোট বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ।শ্রমশক্তি জরিপ ২০২২’ এ এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর বিবিএস অডিটোরিয়ামে পরিসংখ্যান ব্যুরো এই জরিপের তথ্য প্রকাশ করেছে।সেখানে বলা হয়, ২০১৬-১৭ এর জরিপে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। কর্মক্ষম বেকার ছিল ২৭ লাখ। সেই হিসেবে দেশে বেকারের সংখ্যা কমেছে।জরিপ অনুযায়ী, বর্তমানে কর্মে নিয়োজিত আছে ৭ কোটি ৭ লাখ মানুষ।
আর শ্রমবাজারে মোট মানুষের সংখ্যা ৭ কোটি ৩৪ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ও নারী ২ কোটি ৫৯ লাখ।আরো জানানো হয়, ৫ বছর আগে শ্রমবাজারে মোট নিয়োজিত ছিল ৬ কোটি ৩৩ লাখ মানুষ।হিসাব বলছে, কাজে নিয়োজিত থাকা ৮০ ভাগ মানুষ চাকরি বা ব্যবসায় যুক্ত রয়েছেন। বাকিরা নিজেদের দৈনন্দিনের খাবার উৎপাদনে নিয়োজিত আছেন।