নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মতলব উত্তরে ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

0
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মতলব উত্তরে ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২ প্রতিষ্ঠান কে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার(২৮ মার্চ)উপজেলার ছেংগারচর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ২ প্রতিষ্ঠান কে ৫,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না রাখতে সতর্ক করে দেওয়া হয়। মতলব উত্তর থানা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন,খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এ ধরনের অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here