বিশ্ব নাট্য দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

0
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা শিল্পকলা একাডেমির  আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত আলোচনা ইফতার মাহফিল ২৭ মার্চ রোববার বিকেল ৫টায় একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য উত্তম কুমার সাহা,প্রবীণ নাট্য ব্যক্তিত্ব বাহাউদ্দীন বুলু, নারায়ণগঞ্জ নাট্যশিল্পী কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমি,সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ’র সভাপতি মোঃ শাহজাহান,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,নাটুয়ার কর্ণধার পারভেজ শরীফ।

সভার শুরুতেই বিশ্ব নাট্য দিবসকে কেন্দ্র করে মিশরের বিখ্যাত অভিনেত্রী সামিহা আইয়ূব’র লেখা এবং মহিদুল হক অনুবাদকৃত বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন সাব্বির আহমেদ সেন্টু এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী’র লিখিত জাতীয় বাণী পাঠ করেন পারভেজ শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা হারুন অর রশীদ,শাহ আলম ভূইয়া,এস এম শাহাবুদ্দিন,শেখ এম এ মালেক,মিতু মের্শেদ,বশির খান, মিজানুর রহমান খোকন,শামীম খান, আব্দুর রহিম,ইকবাল হোসেন,মজিবর,মোঃ রাসেল,মোঃ ফারুক মামুন খান,মোঃ শামীম প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ শাহজাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here