প্রেসনিউজ২৪ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব সড়ক বাজারে অগ্নিকাণ্ডে একটি মনোহারী দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুনে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাজী খলিলুর রহমান জানিয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব সড়ক বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের সড়ক বাজারে তামিম জেনারেল স্টোর নামে মনোহারী দোকান পরিচালনা করে আসছিলেন হাজী খলিলুর রহমান।
বৃহষ্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পাশের দুবলা গ্রামে নিজ বাড়িতে যান। রাত প্রায় ২টার দিকে বাজারের পাহারাদারের মোবাইলের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। স্থানীয় এলাকাবাসী, টহল পুলিশ, আখাউড়া উপজেলার ফায়ার সার্ভিসের ২ ইউনিটের লোকজেনের সহায়তায় প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন। এর মধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে ২জন আহত হয়েছেন।
বাজার কমিটির সভাপতি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খলিলুর রহমান বলেনগত ২ মাসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও গত কয়েক মাসে বাজারে ১৪ থেকে ১৫টি চুরির ঘটনা ঘটেছে। তাদের কেউ প্রতিশোধের নেশায় আমার দোকানে আগুন দিয়েছে।
আখাড়উা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মুনিম সারোয়ার বলেন ঘটনার খবর পাওয়ার মাত্রই আখাউড়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত।