মুন্সীগঞ্জে তামাক চাষে ঝুঁকছেন কৃষক ।

0
মুন্সীগঞ্জে তামাক চাষে ঝুঁকছেন কৃষক ।

প্রেসনিউজ২৪ডটকমঃ আ‌নিছুর রহমান র‌লিন ,মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে বেপরোয়াভাবে তামাক চাষে ঝুঁকে পড়ছেন কৃষকরা। তামাক চাষ হওয়া এলাকাগুলোতে কৃষকদের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় রয়েছেন স্থানীয় এলাকাবাসী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তামাক চাষে কৃষকদের নিরোৎসাহিত করা হলেও লাভজনকহওয়ায় তামাক চাষ করে যাচ্ছেন কৃষকরা।

দিন দিন তামাক চাষ এর পরিমাণ বেড়েই চলছে।কৃষকরা দাবি করছে অন্য ফসলের চেয়ে অল্পবিনিয়োগে চাষ করা যায় তামাক, কেউ দাবি করছে পরিশ্রম কম লাগে। অনেকে আবার ধরে রেখেছে বাপ-দাদার ঐতিহ্য। তবে অসচেতনতার কারণে এসব কৃষক ভাবছে না জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির বিষয়।সরেজমিনে জেলার টঙ্গীবাড়ী উপজেলায় দেখা যায়, কাঠাদিয়া-শিমুলিয়া, ধীপুর,যশলং, কামারখাড়া, দিঘিরপাড়সহ অন্যান্য এলাকার বিস্তীর্ণ জমিতে তামাক চাষ কর‌ছেন  । আলু উৎপাদিত এবং অন্যান্য ফসলি জমিতেও চাষ করা হচ্ছে এ তামাক।

কোন কোন জমিতে অন্যান্য ফসলের পাশের  জ‌মি‌তে  তামাক চাষ করেছে। গত বছরের তুলনায় টঙ্গীবাড়ীতে’ কম চাষ ক‌রে‌ছে ব‌লে  ক‌য়েক জন কৃষক ব‌লে‌ছেন । বর্তমান মৌসুমের শেষ মুহুর্তে কৃষকরা তামাক গাছ থেকে পাতা কেটে জমিতে স্তূপ করছেন । স্তূপ করা এসব তামাক পাতা বিক্রির হওয়া পর্যন্তজমিতেই রোদে শুকানো হবে। শুকানোর সময় তামাকের ডাস্ট বাতাসে ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, রোদেশুকানোর সময় বাতাসে তামাক পাতার গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পরছে রোগ জীবাণু। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরাও।

এসময় তাদের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হয়। রোদে শুকানোর সময় তামাক পাতার গন্ধে পথ দিয়ে হাঁটলে নাক, মুখ বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এ প্রসঙ্গে একাধিক তামাক চাষিদের সঙ্গে কথা বললে তারা তামাকের ক্ষতিকারক বিষয়টি স্বীকার করে বলেন, ক্ষতির বিষয়টি আমরা জানি- তবে অনেক বছর যাবত এসব জমিতে তামাক চাষ করে আসাহচ্ছে, বাজারে এর চাহিদা অনেক বেশি তাই উৎপাদন করছি।প‌রি‌বেশ হচ্ছ‌ে দু‌ষিত ঝুঁকিতে পড়ছে শিশুরাও।

এ সময় তাদের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হয়। রোদে শুকানোর সময় তামাক পাতার গন্ধে পথ দিয়ে হাঁটলে নাক, মুখ বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়।এ প্রসঙ্গে একাধিক তামাক চাষিদের সঙ্গে কথা বললে তারা তামাকের ক্ষতিকারক বিষয়টি স্বীকার করে বলেন, ক্ষতির বিষয়টি আমরা জানি- তবে অনেক বছর যাবত এসব জমিতে তামাক চাষ করে আসা হচ্ছে, বাজারে এর চাহিদা অনেক বেশি তাই উৎপাদন করছি।এ ব্যাপারে মূলচর এলাকার কৃষক মো. আলী জানান, ৩০ বছর যাবত তামাক চাষ করি, ক্ষতিকর এই তামাক চাষের বদলে যদি লাভজনক ফসল আবাদ করতে আমি আগ্রহী।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সু‌ত্রে জানা গে‌ছে  জেলার শুধুমাত্র টঙ্গীবাড়ী উপজেলায় তামাক চাষ হয়। তামাক চাষ কমানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পরও তারা চাষ করে যাচ্ছে। কৃষকদের সরিষা, মিষ্টি আলু অন্যান্য রবি শষ্য আবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি ধীরে ধীরে তামাক চাষ আরো কমে আসবে ।

টঙ্গীবাড়ী  উপ‌জেলার কৃষি অধিদপ্তরের কৃ‌ষি অ‌ফিসার মোঃজয়নুল আলম তালুকদার  ব‌লেন,আমা‌দের কে ব‌লেন,টঙ্গীবাড়ী উপজেলায় তামাক চাষ হয়, তামাক চাষ কমানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পরও তারা চাষ করে যাচ্ছে। তবে কৃষকদের সরষে, মিষ্টি আলুসহ রবিশষ্য আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here