কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

0
কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ “সেবা উত্তম ইবাদত” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল’র উদ্যোগে ফ্টী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ফতুল্লা যুব সংসদ ও শাপলা কুঁড়ির আসর ফতুল্লা শাখার সহযোগিতার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে টাচ্ স্টোন এডুকেশন হোম’র পরিচালক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন’র সহধর্মিনী সেলিনা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।

কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেলের আহ্বায়ক সেলিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালিক্স প্রি- ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, লেব এইড লি. নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার মাসুমুল হক সোহেল, ফতুল্লা চক্ষু হাসপাতালের পরিচালক মোস্তফা হামিদ বাপ্পি, ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি হেমায়েত রসুল রিপন, সদস্য রফিকুল ইসলাম, ঐশী ফার্মেসির স্বত্বাধিকারী প্রফুল্ল মন্ডল, সাওদা ফার্মেসির স্বত্ত্বাধিকারী হাফেজ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান, মাউন্ট ভিউ স্কুলের পরিচালক মোস্তাক আহম্মেদ, কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেল -এর পরিচালক এস এম আতাউর রহমান, আল- আমিন হোসেন, সদস্য আবু সাইদ, আরিফ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের শিক্ষার্থী মন্টু, জিল্লুর রিপন, গুলজার, শ্যামল, ইউসুফ, এলমান, বাবুসহ আরো অনেকে।

কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেলের আহ্বায়ক সেলিম মুন্সী জানান, মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, ডায়বেটিস, অর্থপেডিক্স, মা ও শিশুর মোট ৮ জন ডাক্তার এ চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here