প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ইং প্রকাশিত হয়েছে। মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ করেছে। মোট পাশের হার ৮৮.৭৯% যা অন্যান্য বছরের তুললায় অনেক বেশি। জিপিএ ৫ পেয়েছেন মোট ১৫৭ জন।
মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ হতে এবারের এইচএসসি ২০২২ পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরিক্ষার্থী ১৬০৫ জন। পাশের সংখ্যা ১৪২৫। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থী ৩১৫, পাশ করেছে ২৭৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৯৯ জন। মানবিকে পরিক্ষার্থী ৬৪১, পাশ করেছে ৫৫০ জন, জিপিএ ৫ পেয়েছে ৪২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরিক্ষার্থী ৪৬৯ জন, পাশ করেছে ৩৭৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।
সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসি ২০২২ এর ফলাফল ঘোষণা করেন।ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম জানান কলেজের লেখাপড়ার মান এবং শিক্ষার পরিবেশ পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বাড়তি তদারকির কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান