মুন্সীগঞ্জে ‘আলোকনগর’ গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে 

0
মুন্সীগঞ্জে ‘আলোকনগর’ গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে 

প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে  অনুষ্ঠিত হয়ে গেলো কবি অনু ইসলামের প্রথম আলোকচিত্র গ্রন্থ ‘আলোকনগর’ এর প্রকাশনা উৎসব হয়েছে ৷ ‘আলোকনগর’ গ্রন্থটি মূলত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য-প্রত্ন নিদর্শন নির্ভর একটি গবেষণামূলক আলোকচিত্রের আকর গ্রন্থ৷ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক, কবি ও ফোকলোরবিদ ডক্টর তপন বাগচী৷।

শুক্রবার (৩ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে প্রকাশনা উৎসবটি হয়।বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, কবি-প্রাবন্ধিক বীরেন মুখার্জী, কবি ও গীতিকার গোলাম মোর্শেদ চন্দন, কবি পরিষদ মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক কবি সুমন ইসলাম ,প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন কবি পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি ও প্রত্ন-গবেষক গোলাম আশরাফ খাঁন উজ্জ্বল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি যাকির সাইদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন৷এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, কণ্ঠশিল্পী শিশির রহমান এবং আলোকচিত্রী-কবি অনু ইসলামের কন্যা মহিমা ইসলাম৷ তবলায় সংগত করেন তবলা শিল্পী অসিত চক্রবর্তী৷ উৎসবে কবিতাপাঠ করেন কবি অয়ন সাঈদ ও কবি ইমন শাই।

\অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও গল্পকার কানন ইয়াছিন৷ প্রকাশনা উৎসবের আয়োজন করে কবি পরিষদ মুন্সীগঞ্জ৷ উৎসবে সহযোগিতায় ছিল দৃষ্টি মিডিয়া এন্ড পাবলিকেশন্স এবং সার্বিক সহযোগিতায় ছিল সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here