মতলব উত্তরে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
মতলব উত্তরে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে । সকালে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

দুপুরে কোরআন তেলোয়াত, হামদ/ নাতে রাসুল,ইসলামী সঙ্গিত, পল্লীগীতি,লালণগীতি, নজরুল সঙগীত, রবীন্দ্র সঙ্গীত, দেশের গান, আধুনিক গান,কবিতা আবৃত্তি পর্ব শেষ করে মধ্যাহ্ন ভোজের বিরেিত যায। এরপর বিকেলে কৌতক, জেমন খুশি তেমন সাঁজসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অণুষ্ঠিত হয়। শেষে সবচেয়ে আকর্ষনীয় পর্ব নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব সমাপ্ত হয়। শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন,৫নং দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোর্কারম হোসেন ওপেল খান। শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শেখ ওবায়েদ উল্লাহ তুষারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেহান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,উপজেলার একাডেমিক সুপার ভঅইজার মোঃ সাইফুল ইসলাম, ৫নং দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ আবুল খায়ের, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহিদ আলম, ব্যবস্থপনা পরিষদের অভিভাবক সদস্য নমোঃ সুলতান আহমেদ ভুইয়া, শেখ মনসুর আহমেদ, মোঃ বিল্লাল হোসেন, শিক্ষঅনুরাগী আঃ মালেক, ব্যবস্থাপনা কমিটির সংরক্ষিত মহিলা সদস্য মারুফা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসাদ উল্লাহ সরকার, ইউপি সদস্য মানিক প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here