মতলব উত্তরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0
মতলব উত্তরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রোগ্রামার প্রকৌশলী মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।

এতে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ ঘোষণা করেন। এ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। যে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে, তা সত্যিই অভাবনীয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ অদম্য গতিতে তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের সাফল্য গাঁথা রয়েছে এই খাতে, যা সত্যিই গৌরব ও আনন্দের। ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here