প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। তাঁরা হলেন, মোহাম্মদ হোসেন (২০), ও সালাউদ্দিন (২১)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
২৫ নভেম্বর বিকাল সাড়ে পাঁচ টায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ভাটি রসুলপুর সংলগ্ন বেড়ীবাঁধ সড়কে অটো বাইক – মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আপন চাচাতো ও জেঠাতো ভাই দু’জনই নিহত হয়েছে।তবে অটো বাইক চালকের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন, মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের রোস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (১৮)। একই বাড়ির (আপন চাচাতো ভাই) মহসিনের ছেলে সালাউদ্দিন (২০)। উল্লেখ্য,নিহত মোহাম্মদ হোসেন (১৮) হাজী চানবক্স দাখিল মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষা দিয়েছে।
অপরদিকে নিহত সালাউদ্দিন (২০) গত বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্ৰহন করে ফেল করার পর পড়ালেখা বন্ধ করে দিয়েছে। মতলব উত্তর থানার উপ-পরিদশক (এসআই) খোকন মিয়া বলেন, আমি সরজমিন তদন্ত করছি। অভিভাবকরা জানিয়েছে তাদের কোনো অভিযোগ নেই।