সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংদের লিডার জুয়ারী নুর হোসেন গং’রা এখনও অধরা !

0
সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংদের লিডার জুয়ারী নুর হোসেন গং’রা এখনও অধরা !

প্রেসনিউজ২৪ডটকমঃ বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা দিন এলাকায় পাইকারি মাদক বিক্রেতা ও দূরদর্শ ডাকাত সর্দার দেলু ওরফে বোমাবাজ কিলার দেলু অবশেষে গত ৩০/১০/২০১৬/ইং সালে রবিবার ভোররাতে নারায়ণগঞ্জ অধিনায়ক র‍্যাব ১১ র‍্যাপি টঅ্যাকশন ব্যাটেলিয়ান নারায়ণগঞ্জ, মহানগর সিদ্ধিরগঞ্জে গোদনাইল এসও রোড এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা ইসলাম হোসেনের বাড়িতে দোতলায় একটি আস্তানায় অভিযান চালায় অভিযানে মাদক ব্যবসায়ী কিলার দেলু ও তার বাহিনীর সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বন্দুক যুদ্ধে মাদক সম্রাট দেলু গুলি বিদ্ধ হয়ে নিহত হয়।

র‍্যাব ঘটনা স্তল থেকে মাদক সম্রাট কিলার দেলুর ৩ সহযোগী কে ৪টি অগ্নিঅস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে, এর পর ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার দেলু র‍্যাব এর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়ার পর, সহযোগী ইয়াবা ব্যবসায়ী জুয়া-ছিনতাইকারি-ভুমি দ্যসু -ও সন্ত্রাসী কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা সন্ত্রাসী জুয়ারী নুর হোসেন ওরফে নুরা, একাধিক মামলার আসামি ডাকাত রুবেল ওরফে চোর রুবেল,জামাই মাসুদ ওরফে ইয়াবা মাসুদের ফের তৎপরতা হয়ে উঠেছে।

পাঠানটুলী পানির কল এসিআই কোম্পানির পিছনে নদীর পাড় ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টেন্ডার বিহীন টিন সেট বিল্ডিং এর আশে পাশে দোকানের পিছনে রুমের ভিতরে ঘরে তুলে মাদক ও জুয়া চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দস্যু সন্ত্রাসী কর্মকাণ্ডের আস্তানা ঘরে তুলে এদের রয়েছে বিশাল বাহিনী তাদের কাজে কেউ বাধা প্রধান করলে হত্যা ঘুমসহ রাস্তায় ও বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে এদের রয়েছে কয়েকটি টর্চার সেল।

এই সন্ত্রাসীদের বিষয়ে সরেজমিনে গিয়ে সূত্রে জানা গেছে,২৬ এপ্রিলে ২০২২ সালে দুপর ৩ ঘটিকার সময় পানির কল এলাকায় গাজী নজরুল ইসলাম ওরফে ডিপটি নামক ব্যক্তি সাথে এসিআই কোম্পানির গেটের সামনে সন্ত্রাসীদের সাথে মারা মারি ঘটনা ঘটে এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নংSL-2072 – মাদক ও জুয়া চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাসী কিশোর গ্যাংদের দল বলেরা সাথে ক্যামেরা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বিবাদী ১ সন্তাসী জুয়ারী নুর হোসেন,(৩৫)পিতা হাসান আলী,২চোর রুবেল(২৮) পিতা ইসলাম,সহ অগাত কয়জন জড়িত ছিলেন।

জানাযায় ২৮/১০/২২ /ইং রাতে জুয়ারী নুর হোসেন সিটি কর্পোরেশনের টেন্ড্রার বিহীন টিন সেট বিল্ডিংএরপাশে দলবল নিয়ে সাউন্ডবক্স লাগিয়ে মদ পান করে হইচই করেন পাশের বাড়ির হাটৈর রোগী আসলাম মিয়া সাউন্ড বক্স সাউন্ড কমাতে বলতে গেলে সন্ত্রাসী নুর হোসেন আসলাম মিয়ার উপর তেরে যান,সর্বশেষ জানাযায় সন্ত্রাসী নুর হোসেনের অপরাধের কর্মকাণ্ড বেরে চলছে জুয়ারী নুর হোসেন ছিলেন এম আই টি গার্মেন্টসের(হেলপার)মাদক সম্রাট মাস্টার দিলু নিহত হওয়ার পর গার্মেন্টস কর্মী নূর হোসেনের পিছনে তাকাতে হয়নি রাতারাতি অপরাধ জগতে পা রাখেন।

বনে জান সন্ত্রাসী জুয়ারি নুরা,আর ডাকাত রুবেল শুরুথেকে নিহত মাদক সম্রাট দেলুর সাথে থেকে ডাকাতি মাদক ব্যবসায়ী বোমাবাজি চাঁদাবাজি ছিনতাই চুরি কর্মকাণ্ডে লিপ্ত থাকে একাধিক মামলার আসামি ডাকাত রুবেল (২৮)পিতা ইসলাম মিয়া তার নামে রয়েছে একাধিক মামলা, ইয়াবা মাসুদ,পাঠানটুলী পানির কল এলাকায় বিয়ে করে ভনে জান ঘর জামাই মাসুদ সেই সময় পানির কল এসিআই কোম্পানি ক্যান্টিনে বয়ের কাজ করতো জামাই মাসুদের ইয়াবা সেবন ও নারীকেলেঙ্কারি ঘটনা দৈনিক সচেতন পত্রিকায় প্রকাশিত হয় তখন ইয়াবা মাসুদ ওরফে জামাই মাসুদের এসিআই কোম্পানির ক্যান্টিন বয়ের চাকরি চলে যায়।

তখন এলাকার যুব সমাজ মীর রাসেল,গাজী নিলয়,মাসুদ, দুলালসহ কয়েকজন মিলে ইয়াবাও নারী কেলেঙ্কারির দায়ে গণধোলাই দেয়,এরপর ইয়াবা মাসুদ ওরফে জামাই মাসুদ নিহত মাদক সম্রাট কিলার দেলুর বন্ধুতের সুবাদের কারনে ইয়াবা মাসুদের পিছনে তাকাতে হয়নি ঘর জামাই মাসুদ সুজুক বোঝে কোপ মারে-প্রতিশোধের বসে ২০১৩ সালে ইং তারিখে ১০/১১/ সারাদেশে জামায়াত ও বিএনপির পেট্রোল বোমা ও জ্বালাও পোড়াও ভাঙচুরের ঘটনা ঘটে পাঠানটুলী মেইনরোডে ইয়াবা মাসুদ (৪৫) পিতা মোতালেব।

সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগে আসামী দের নাম প্রকাশ করে সশরীরে নিজে সাক্ষী হয়ে বয়ান দিয়ে-৯/১১/২০১৩/বোমা ও গাড়ি ভাঙচুরের মামলায় দায়ের করেন আর বোমা হামলায় আহত ফটো সাংবাদিক আমজাদ মেডিকেলে চিকিৎসা থাকা অবস্থায় মামলার বাদী বনে যায়,এই সুজুগে ইয়াবা মাসুদ ও তার সালা জুয়ারী নুর হোসেন রাতারাতি বনে যান লাখ পতি,এক চালা টিনের ঘর থেকে দোতলা বিল্ডিং ঘরে তোলেন,ঘরে তুলেন মাদক ব্যবসাও জুয়া কিশোর বাহিনী।

পানির কল এলাকায় সিটি কর্পোরেশনের জমি আরএস ৩৭৮২ দাগে তে মাননীয় মেয়রের অনুমতি ছাড়াই জোর পূর্বক দোকান ঘর নির্মাণ করেন ভূমি দস্যু সন্ত্রাসী জুয়ারী নুর হোসেন,ডাকাত রুবেল, ইয়াবা মাসুদ এদের খুঁটির জোর কোথায়,মেয়র কেউ তোয়াক্কা করেনা তারা,এলাকায় সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারে না তাদের বিষয়ে মুখ খুললে হাত পায়া ভেঙ্গে ফেলে,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, রয়েছে সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের দলবল,এই সন্ত্রাসী জুয়ারী নূরা ও ডাকার রুবেল, ইয়াবা মাসুদের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একাধিক অভিযোগ রয়েছে।

অপরাধীদের বিষয় পত্রিকায় প্রকাশ করলে সংবাদ কর্মীদের হত্যা সহ প্রাণনাশের হুমকি ধামকি দিয়েথাকে মার ধরের সম্মুখক্ষণ হতে হয়,এই মাদক ব্যবসায়ী ও জুয়ারী সন্ত্রাসী কিশোর গ্যাংদেরকোন দল নেই,এই সন্ত্রাসীদের মদুদ দাতা জুয়ারী নুর হোসেন ঘরে তুলে অপরাধ কর্মকাণ্ড এদের মহল্লাতে রয়েছে সোস প্রসাশন আসলে মুহূর্তে তাদের কাছে তথ্য চলেযায়,সচেতন মহলের বিশেষ প্রার্থনা সমাজ থেকে তরুণ, মাদকের ছোবল ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রুখতে হবে মাননীয় সংসদ সদস্য, এনসিসি সিটি মেয়র ,জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,অধিনায়ক র‍্যাব ১১আদমজী,না:ঞ্জ জেলা প্রকাশিত পত্রিকার প্রকাশক ও সম্পাদক,জেলা সাংবাদিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া আইনের ব্যবস্থা দৃষ্টি আকর্ষন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here