সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের নির্দেশে সরকারি জমি দখল টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

0
সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের নির্দেশে সরকারি জমি দখল টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বহাল তবিয়তে সরকারি জমি দখল করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন আওয়ামীলী লীগ নেতা ইছহাক আলী। রাজনৈতিক এক বড় ভাইয়ের নির্দেশে তিনি এসব দোকান-পাট নির্মাণ করছেন বলে দাবি করেন তার ছেলে রাসেল। সরকারি জমি দখল বিষয়ে বুধবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও হুশ হচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এনিয়ে এলাকায় একদিকে ক্ষোভ অপর দিকে চলছে তীব্র সামলোচনা।

এদিকে জমি দখল করে স্থাপনা নির্মাণের ছবি উঠাতে গেলে এক গণমাধ্যম কর্মীকে দখলকারী আওয়ামীলীগ নেতার ছেলে রাসেল মোবাইল ফোনে বলেন,‘বড় ভাইয়ের নির্দেশে নির্মাণ কাজ চলছে। ‘বড় ভাই কে? জানতে চাইলে তিনি বলেন, বড় ভাই হচ্ছে আমির ভাই। তার নির্দেশনায় কাজ হচ্ছে।‘আমির ভাই কে? জানতে চাইলে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে জানেন, তাছাড়া মতি ভাইয়ের কাছে জানতে পারেন আমির কে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও মতি ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমির নামে কাউকে চিনেন না।অভিযোগ জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী আইটি স্কুল সংলগ্ন সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে একাধিক দোকান-পাট নির্মাণ করছেন নাসিক ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইছহাক আলী।

রেললাইন চৌরাস্তার মোড়ে পূর্ব ও পশ্চিম পাশে এসব দোকান-পাট নির্মাণ করা হচ্ছে। এই জায়গা নিয়ে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আদমজী-চাষাঢ়া সড়কের সংযোগস্থল চৌরাস্তার পূর্ব পাশে পরিত্যাক্ত একটি জলাশয়ের উপর স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থাপনার পাশে তিনটি সাইনবোর্ড লাগানো রয়েছে। সেই সাইনবোর্ডে উল্লেখ রয়েছে জায়গাটি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলামান। দুইটি দাগে জমির পরিমান ২৬ শতাংশ। এছাড়াও পশ্চিমে সড়কের পাশে ভরাট করা হয়েছে। সেখানে দোকান-পাট নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি দখলকারী আওয়ামীলীগ নেতা পাঠানটুলী আইটি স্কুল সংলগ্ন পানির কল এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ রয়েছে। তার অপকর্ম নিয়ে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জেলা শহরের খাঁনপুর, তল্লা, হাজীগঞ্জ, পানিরকলসহ আশপাশ এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রক ওই নেতার ছেলে রাসেল ওরফে ইস্কা রাসেল। চাঁদাবাজি, জুয়া, মাদক ব্যবসা, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে রাসেল বাহিনী। এবাহিনীর অন্যমত সদস্য রবিন ও সনেট। এবাহিনীর ভয়ে আকঙ্কে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর।

জানতে চাইলে নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: অহিদুল ইসলাম ছক্কু বলেন, যেখানে দোকান নির্মাণ করা হচ্ছে তা সড়ক ও জনপথ বিভাগের জমি। পাশেই সিটি কর্পোরেশনের অধিগ্রহনকৃত জায়গা রয়েছে। ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। এঅবস্থায় জমিতে কোন নির্মাণ কাচ করা যাবেনা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস বলেন, সড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কোন সুযোগ নেই। কেউ করলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here