মতলব উত্তরে সরকারি মাটি লুট,সাংবাদিকের উপর হামলা

0
মতলব উত্তরে সরকারি মাটি লুট : পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্তা

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে পানি উন্নয়নে বোর্ডের সরকারি মাটি লুট করার সময় দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে হেনস্তা করেছে লুটকারী এক ব্যক্তি। মঙ্গলবার সকালে উপজেলার ব্রাহ্মনচক গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিক শামীম বাদী হয়ে ওই গ্রামের আলী হোসেন প্রধানের ছেলে করিম হোসেনকে বিবাদী করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, করিম হোসেন ব্রাহ্মণচক ক্যানেলের পানি উন্নয়ন বোর্ডের সরকারী মাটি ১০/১৫ জন দিনমজুরের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যায়। তখন ইউপি সচিব আঃ করিম দিপু ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে বাধা প্রদান করলে বিবাদী ইউপি সচিবের সাথে মারমুখী আচারণ করে এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে। উক্ত সংবাদ পেয়ে শামীম একজন সাংবাদিক হিসেবে পেশাগত কারণে সকাল ১০ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক শামীমের মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সংগ্রহকালে বিবাদী করিম হোসেন বাধা প্রদান করে।

একপর্যায়ে বিবাদী উত্তেজিত হইয়া সাংবাদিককে কিল, ঘুষি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং ধাক্কা দিয়ে ক্যানেলে ফেলে দেয়। এবং মোবাইলে ধারণকৃত ছবি ভিডিও ফুটেজ যদি কোন সংবাদে আসে তাহলে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় বিবাদী করিম হোসেন।

সাংবাদিক শামীম বলেন, সরকারি মাটি লুট করে নেওয়ার সময় আমি পেশাগত দায়িত্ব পালন করি। কিন্তু বিবাদী করিম হোসেন আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে কিল ঘুষি মারলে আমি আহত হই। স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করেন। আমি আইনগত ভাবে সুষ্টু বিচার চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here