মতলবে জৈনপুর বাস দুর্ঘটনায় আহত ইয়াসমিন মারা গেছেন

0
মতলবে জৈনপুর বাস দুর্ঘটনায় আহত ইয়াসমিন মারা গেছেন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহন বাস দুর্ঘটনায় আহত ইয়াসমিন আক্তার (২৪) মারা গেছেন। তার স্বামী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।নাগদা এলাকায় গতকাল সোমবার দুপুরে মতলব-গৌরীপুর সড়কের নাগদা এলাকায় ঢাকাগামী জৈণপুর পরিবহন নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

এতে বাসে থাকা যাত্রী ইয়াছমিন আক্তারসহ কমপক্ষে ১৭ জন আহত হয়। আহতদের মধ্যে ইয়াসমিন আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাত ৮টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারা যাওয়া ইয়াছমিন আক্তারের বাড়ি হাইমচর উপজেলার চান্দ্রা বাজার এলাকায়। ওই এলাকার মো. ইমরানের স্ত্রী তিনি। ইয়াসমিন আক্তারের স্বামী ইমরান হোসেন বলেন, তার স্ত্রী সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন।সেখানে তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন।গত রবিবারতাঁর শিশুসন্তান বায়েজিদকে (৩) সঙ্গে নিয়ে চাঁদপুরের এক কবিরাজের নিকট যায় চিকিৎসার জন্য।

সেখান থেকে সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ‘জৈনপুর পরিবহনে’ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি গতকাল দুপুর দুইটায় উপজেলার নাগদা সেতু এলাকায় পৌঁছালে আচমকা চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সেতু থেকে উল্টে ২৫/৩০ জন যাত্রীসহ বাসটি পাশের খালে পড়ে যায়। এতে ইয়াছমিন আক্তার ও তাঁর শিশুসন্তান বায়েজিদসহ বাসের ১৭ যাত্রী আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here