মতলবে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৭

0
মতলবে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৭

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী একটি বাস খালে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে মতলব–গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাগদা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।

এ সময় বাসটিতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মোঃ রাবিব (২৫) ও রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্দেসপুর গ্রামের মোস্তফা (৬৫), হাইমচর উপজেলার চান্দ্রাবাজার গ্রামের বায়েজীদ (৩) ও ইয়াছমিন (২৪), একই উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), চাঁদপুর সদর উপজেলার সাকুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)সহ আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, মতলব–গৌরীপুর সড়কের এই অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অতীতেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত সড়ক সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসমাম বলেন, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসনাইন সানীব, মতলব ফায়ার স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here