ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

0
ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম স্বেচ্ছাসেন্সর করছে। যাতে করে প্রেস সচিব বা বিশেষ গোষ্ঠির রোষানলে ধ¦ংসের মুখোমুখি না হতে হয়। ১৮ জানুয়ারি বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিকধারা’র দেশব্যাপী কমিটি গঠন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সারাদেশে সন্ত্রাসীরা ৫ আগস্টের ঘটনার আগে-পরে লুটপাট করা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। একের পর এক খুন-ধর্ষণ-দখল-চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে। এমতবস্থায় শ্রমিক-কৃষক- মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।এসময় মোমিন মেহেদী আরো বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারের পর জামিন না দিয়ে ফরমায়েশি সিস্টেমে দুদকের মামলা এবং অসুস্থ্যতা স্বত্বেও জামিন না দেয়াটা মানবাধিকার লঙ্ঘণের শামিল।

একথাও তো সত্য যে, বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলা হলেও কার্যত কোনো স্বাধীনতা নেই। যদি থাকতো, তাহলে গণমাধ্যমে এনসিপিসহ ভূঁইফোর সংগঠন ও অতিতে ছাত্রলীগ করা নব্য নেতাদের সংবাদ না পেয়ে ফেসবুক স্ট্যাটাস প্রকাশিত হতো না। সেই সাথে স্বাধীনতার চেতনা ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের আদলে জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য খুলে বসা শিক্ষার্থীদের একচেটিয়ে কাভারেজ দিতো না। তিনি এসময় কঠোরভাবে ইউনূস সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি-দপ্তর ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here