মতলব উত্তরে পাউবোর ফিশারি দখলের চেষ্টা প্রবাসী ব্যবসায়ীর থানায় অভিযোগ

0
মতলব উত্তরে পাউবোর ফিশারি দখলের চেষ্টা প্রবাসী ব্যবসায়ীর থানায় অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের অধিনে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন সরকারি লিজকৃত ফিশারি কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রবাসী ব্যবসায়ী ডি কে আরিফ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাধ সংলগ্ন ফিশারিটি ডি কে আরিফকে লিজ দেয় পানি উন্নয়ন বোর্ড।

তবে স্থানীয় কিছু ব্যক্তি এই ফিশারিটি দখলের চেষ্টা করছে বলে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়। অভিযোগে বাদী ডি কে আরিফ উল্ল্যেখ করেন, পানি উন্নয়ন বোর্ড থেকে ফিশারিটি লিজ নেন তিনি। এখন পর্যন্ত লিজ নেয়া প্রায় ৬ একর জায়গাটিতে সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগ করছেন বলে জানান বাদি ডি কে আরিফ। জায়গাটি দখল করার জন্য অভিযোগে উল্লেখিত বিবাদী হাবিব উল্লাহ (৫০), ছানাউল্লাহ (৬৫) , ওমর হোসেন সহ অজ্ঞাত ১০/১২ জন এসে সরাসরি বাদী ডি কে আরিফ কে ফিশারি দখল ও প্রাণ নাশের হুমকি দেয় বলে জানা গেছে। হুমকি দেয়া প্রসঙ্গে বিবাদী ছানা উল্লাহ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের।

তবে ডি কে আরিফের সাথে বাকবিতন্ডা হয়েছে বলে তিনি স্বীকার করেন। পানি উন্নয়ন বোর্ডে তারা লিখিত অভিযোগ না দিয়েই পেশি শক্তি প্রদর্শন করেন তারা। এ বিষয়ে মতলব উত্তর থানায়  শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ডি কে আরিফ। লিজ সংক্রান্ত বিষয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় পাল বলেন,ডি কে আরিফ পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত একজন লিজ গ্রহিতা। লিজ বিষয়ক কোন জটিলতা নেই আমাদের। সর্বশেষ লিজ প্রদানের বিষয়টি এখনও বহাল আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here