তালতলী সমাজসেবা অফিসার (অ: দা:) গণভোটে সক্রিয় ভূমিকা রাখায় শো-কজ

0
তালতলী সমাজসেবা অফিসার (অ: দা:) গণভোটে সক্রিয় ভূমিকা রাখায় শো-কজ

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা নেওয়ায় তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে শোকজ করা হয়েছে। বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম ১৩ জানুয়ারী এ শোকজ নোটিশ করেছেন।

জানা গেছে, সরকারের চলমান গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ১১ জানুয়ারি বিভাগীয় কমিশনার সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠপর্যায়ে দ্রুত উঠান বৈঠক ও জনসচেতনতা মূলক সভা আয়োজনের নির্দেশ দেন। এরই আলোকে ১২ জানুয়ারি আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওছার গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওছার আমতলীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার কারনে তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকলেও এদিন তালতলী অফিসে আসতে পারেনি। যার কারনে তাকে তালতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুপস্থিত দেখিয়ে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম ১৩ জানুয়ারী শোকজ নোটিশ করেছেন।

১২ জানুয়ারীর এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার ছবি ও তথ্য বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘ডিএসএস বরগুনা এ টু জেট’-এ পোস্ট করা হয়েছে। এরপরও তাকে শোকজ নোটিশ করায় স্থানীয়রা বলছেন গণভোটে উদ্বুদ্ধকরণের জন্যই তাকে শাস্তির নোটিশ খেতে হয়েছে। এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকার গণভোট করতে বলেছে এর মানে এই নয় যে ওই দিন অফিস করবে না।

কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশ দেয়নি। সপ্তাহে একদিন অফিসে যাওয়ার কথা থাকলেও ওই দিন গণভোট করতে হবে। এটি এক ধরনের দুষ্টামি।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেছেন ১২ জানুয়ারি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গণভোট বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তারপরও কর্মকর্তা শোকজ। এটি আমার বোধগম্য নয়। জেনে-বুঝে দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

এদিকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অভিযোগ তুলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এখনও সরকারি দপ্তরে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। ওই চক্রই পরিকল্পিতভাবে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে শোকজ করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দের জোর দাবি অবিলম্বে শোকজ আদেশ প্রত্যাহার করে বিভাগীয় নির্দেশ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের সুযোগ করে দেয়া হাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here